বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫
No menu items!
বাড়িবিনোদনপ্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে শাহরুখ খান

প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে শাহরুখ খান

এ বছর ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার কারা পাবেন, এই তালিকা আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল। এবার পালা পুরস্কার প্রদানের। আজ (২৩ সেপ্টেম্বর) নয়া দিল্লিতে ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর বসেছে, যেখানে প্রথমবার শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় পুরস্কারে পুরস্কৃত হলেন বলিউড বাদশা শাহরুখ।

এই অনুষ্ঠানে একটি সাদা শার্ট-কালো স্যুটে দেখা গেল শাহরুখকে। কাঁচা পাকা চুলে অভিনেতাকে দেখেই হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। শাহরুখের এই লুক দেখে স্পষ্ট, তিনি আসছে নতুন সিনেমা ‘কিং’র লুকেই সবার সামনে এসেছেন।

 

শাহরুখের সামনে যে প্লেসকার্ড রাখা ছিল সেখানে বড় বড় করে লেখা, ‘শ্রী শাহরুখ খান’। এই দৃশ্য শুধু অভিনেতার জন্য নয়, পুরো দর্শক মহলের জন্যই আবেগঘন একটি মুহূর্ত তৈরি করেছে। দীর্ঘ ক্যারিয়ারে এ প্রথম জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন তিনি।

যদিও দর্শকদের মতে, অনেক আগেই জাতীয় পুরস্কার সম্মানিত হওয়ার কথা ছিল শাহরুখের। তিনি আজ পর্যন্ত যে যে চরিত্রে অভিনয় করেছেন, তার মধ্যে এমন অনেক চরিত্রের জন্যই তার এ পুরস্কার পাওয়ার কথা তবে তা হয়নি। অবশেষে ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কারে পুরস্কৃত হলেন

প্রায় ৩ দশক পরে জাতীয় পুরস্কারের সম্মানিত হয়ে শাহরুখ বলেন, ‘জাতীয় পুরস্কার পাওয়া আমার জীবনের এক অবিস্মরণীয় সম্মান। আমি আজীবন এই মুহূর্ত মনে রাখব।’ মঞ্চে শাহরুখ খান ছাড়াও উপস্থিত ছিলেন রানি মুখোপাধ্যায়।

প্রায় ৩০ বছরের কেরিয়ারে এই প্রথম জাতীয় পুরস্কারের সম্মানিত হলেন রানিও। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় অসামান্য অভিনয় করে সেরা অভিনেত্রীর সম্মানে সম্মানিত হলেন এ অভিনেত্রী। এছাড়াও জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন বিক্রান্ত মাসে, যাকে রানি মুখোপাধ্যায়ের পাশেই বসে থাকতে দেখা যায়। ‘টুয়েলভথ ফেল’ সিনেমার জন্য জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন বিক্রান্ত।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ