বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫
No menu items!
বাড়িবিনোদননতুন গানে দর্শকদের মন জয় করলেন ইধিকা-দেব

নতুন গানে দর্শকদের মন জয় করলেন ইধিকা-দেব

চলতি বছরের শুরুতেই ‘খাদান’ সিনেমার প্রথম লুক প্রকাশ করেছিলেন দেব। আর প্রথম সেই ঝলকেই অভিনেতা-প্রযোজক বুঝিয়ে দিয়েছিলেন এবারের বড়দিনে তিনি বড়পর্দায় নতুন কিছু নিয়ে আসছেন।

টলিপাড়ার একেবারে নতুন জুটি ইধিকা পাল ও দেব। ইতোমধ্যে খাদান সিনেমার প্রথম রোমান্টিক গান ‘কিশোরী’ মুক্তি পেয়েছে। যেখানে ইধিকা-দেবের প্রেমের রসায়নে নেটিজেনদের নজর কেড়েছে। কিশোরী গানটি গেয়েছেন রঞ্জিত ভট্টাচার্য ও অন্তরা মিত্র। এই ছবিতে সুরও দিয়েছেন রঞ্জিত ভট্টাচার্য।

‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কী ভাবিছিস, অ্যাকশনটা ভুলে গেছি?’ দেবের এই সংলাপই ‘খাদান’ সিনেমা নিয়ে অনুরাগীদের উৎসাহ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল। ১ মিনিট ১৪ সেকেন্ডের টিজার দেখে যা বোঝা যাচ্ছে, নতুন এই সিনেমা দ্বৈত চরিত্রে অভিনয় করছেন দেব। বাবা ও ছেলের ভূমিকায় দেখা যাবে তাকে।

সুরিন্দর ফিল্মসের সঙ্গে যৌথভাবে ‘খাদান’ ছবি প্রযোজনা করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। সিনেমার দুটি গান প্রকাশ্যে এসেছে। ‘রাজার রাজা’র পাশাপাশি ‘হায় রে বিয়ে’ও দর্শকদের প্রশংসা পেয়েছে।

ছবির সংগীতের দায়িত্ব রয়েছেন নীলায়ন চ্যাটার্জি, স্যাভি ও রথীজিৎ ভট্টাচার্য। দেব-যিশু, বরখা-ইধিকা ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, জন ভট্টাচার্য, সুজন নীল ভট্টাচার্য, বিশ্বজিৎ ঘোষের মতো অভিনেতা।

উল্লেখ্য বড়দিনেই দেবের জন্মদিন। এই উপলক্ষ্যে প্রতি বছর অনুরাগীদের জন্য নতুন সিনেমা উপহার হিসেবে নিয়ে আসেন তারকা। ‘টনিক’, ‘প্রজাপতি’, ‘প্রধান’-এরপর এবার ‘খাদান’।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

ফের রিজার্ভ ছাড়াল ৩১ বিলিয়ন ডলার

ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ৬২২

নরেন্দ্র মোদী হতে তর সইছে না অভিনেতার

জনপ্রিয় সংবাদ