গাজীপুরের শ্রীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষে ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৭ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম,উপজেলা একাডেমিক সুপারভাইজার পারভীন আক্তার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিবৃন্দ। প্রতিযোগিতা শেষে বিচারকদের রায়ের ভিত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অপর দিকে,সরেজমিনে দেখা গেছে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষ্যে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে স্ব-স্ব আয়োজনে ‘২৪এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর ইউনিয়নের ধনুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগীতায় শতভাগ অংশ নিয়েছিল।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে স্কুলের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।