শনিবার, মে ১৭, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়টাঙ্গাইলে আলোর ভুবন স্কুলের ১৬ বছর পূর্তি উপলক্ষ্যে দিনভর সংগীত অনুষ্ঠান

টাঙ্গাইলে আলোর ভুবন স্কুলের ১৬ বছর পূর্তি উপলক্ষ্যে দিনভর সংগীত অনুষ্ঠান

ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইলের মধুপুরে আলোর ভুবন স্কুলের ১৬ বছর পূর্তি উপলক্ষ্যে  জমকালো আয়োজনের মধ্যে দিয়ে  উপলক্ষ্যে দিনভর সংগীত অনুষ্ঠান ও আলোচনা সভা  সম্পন্ন হয়েছে।

শনিবার (১৭মে) দুপুরে উপজেলার দক্ষিণ জাঙ্গালিয়া আলোর ভুবন স্কুল মাঠে ১৬ বছর পূর্তি উপলক্ষ্যে সাংস্কৃতিক ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে আলোর ভুবন আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.জুবায়ের হোসেন। আলোর ভুবন স্কুলে ১৬ বছর পূর্তি উপলক্ষ্যে দিনভর সংগীত অনুষ্ঠান উদ্বোধন শেষে উপজেলা পরিষদের পক্ষ থেকে  ৫০ জন ছাত্র -ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ তুলে দেন উপজেলা নিবাহী অফিসার।
এ সময় বিশেষ অথিতির হিসেবে বক্তব্য রাখেন চট্রগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক মিনা আহমেদ,মধুপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন,প্রতিষ্ঠানের প্রতিষ্ঠতা সদস্য জাহাঙ্গীর, আয়নাল হক ও আরিফ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আলোর ভুবন স্কুলটি সেচ্ছাসেবী অলাভজনক প্রতিষ্ঠান। যা মধুপুরের লালমাটি পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা বিস্তার, মানবিক সহায়তা ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি ২০০৮ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বক্তব্যকালে উপজেলা নিবাহী অফিসার মো. জুবায়ের হোসেন বলেন পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষা বিস্তারের জন্য সরকারিভাবে  স্কুলের সার্বিক সহযোগীতা করার চেষ্ঠা করা হবে। এ সময় প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী ও অভিবাবকরা উপস্থিত ছিলেন। পরে পাহাড়ী জনগোষ্ঠীর প্রাণের স্পন্দন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ