বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়আজ থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা

আজ থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা

আজ বৃহস্পতিবার থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।চলতি বছরে সারাদেশে মোট ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে সরকার ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার

সিদ্ধান্ত নিয়েছে।তত্ত্বীয় অংশের পরীক্ষা চলবে আগামী ১৩ মে পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা

পর্যন্ত অনুষ্ঠিত হবে তত্ত্বীয় পরীক্ষা।
প্রথম দিনের (১০ এপ্রিল) পরীক্ষায় এসএসসিতে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডে কোরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরিতে বাংলা-২ বিষয়ের পরীক্ষা হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষাগ্রহণ চলবে।
রাজধানীর মতিঝিলে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষা পরিদর্শন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।
শিক্ষামন্ত্রণালয় জানিয়েছে, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার লিখিত বা তত্ত্বীয় অংশ শেষ হবে ১৩ মে। আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে ১৫ মে। এরপর ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা

রেমিট্যান্সে জোয়ার, ২১ দিনে এলো ২ বিলিয়ন ডলার