গাজীপুরের শ্রীপুরে হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আবদুল হান্নান সজল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস তাকে উচ্চ বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (স্কুল) হিসেবে মনোনীত করে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা শিক্ষা অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন আহ্বান করা হয়। যাচাই-বাছাই শেষে মনোনয়ন বোর্ড মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে আবদুল হান্নান সজলকে নির্বাচিত করে।
আবদুল হান্নান সজল ১৯৯৫ সালে হাজী ছোট কলিম স্কুলের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে সততা, দক্ষতা ও যোগ্যতার সঙ্গে তিনি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার নেতৃত্বে বিদ্যালয়টির শিক্ষার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে এবং বর্তমানে শ্রীপুরের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। নিয়মিত পাঠদানের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ভালো ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। বর্তমানে এই প্রতিষ্ঠানে উপজেলার সর্বাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত বিদ্যালয়টি শৃঙ্খলা, ফলাফল ও সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
আবদুল হান্নান সজল শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাওনা উত্তর পাড়া গ্রামের মরহুম আলহাজ্ব আবদুল হামিদ মাস্টারের ছেলে। মরহুম আবদুল হামিদ মাস্টার ছিলেন মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুনামধন্য প্রধান শিক্ষক। বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত হন। বর্তমানে তিনি শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।
তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনরা আনন্দ প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছেন।
এছাড়াও উপজেলা পর্যায়ে অন্যান্য ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ রফিকুল ইসলাম (আবদুল আওয়াল ডিগ্রি কলেজ), কারিগরি পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান একেএম মোখলেছুর রহমান (শ্রীপুর কারিগরি কলেজ), স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় আবেদ আলী গার্লস স্কুল এন্ড কলেজ, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ আবদুল আওয়াল ডিগ্রি কলেজ, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক স্কুল পর্যায়ে ইসমত আরা (শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়),কলেজ পর্যায়ে হাবিবুর রহমান (আবদুল আওয়াল ডিগ্রি কলেজ),মাদ্রাসা পর্যায়ে জালাল উদ্দীন (শ্রীপুর ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসা), শিক্ষার্থী ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন,জাকিয়া সুলতানা জুই (হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজ)সিমথিয়া (আবদুল আওয়াল ডিগ্রি কলেজ), ফুয়াদ আহমেদ মোমতাজী (শ্রীপুর ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসা)।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, “যোগ্যতা, কর্মদক্ষতা ও শিক্ষা উন্নয়নে অবদানের ভিত্তিতেই নির্বাচিতদের মনোনয়ন দেওয়া হয়েছে।”
