শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫
No menu items!
বাড়িক্যাম্পাসরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:“শতবর্ষের আহ্বানে, বিজয়ের জয়গানে এসো মিলিত হই শেকড়ে” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বর্ণাঢ্য র‍্যালি, কৃতি শিক্ষার্থীদের স্মারক ও ক্রেস্ট প্রদান, দোয়া মাহফিল, আলোচনা সভা, মধ্যাহ্নভোজ ও র‍্যাফেল ড্রসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ডুয়েটের প্রফেসর ও প্রকৌশলী ড. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্নেল (অব.) ডা. আব্দুর রহিম, অবসরপ্রাপ্ত ব্যাংকার আব্দুর রাজ্জাক, ডা. কায়েম উদ্দিন, প্রকৌশলী শফিকুল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফি উদ্দিন, দাতা সদস্য শামীম আহমেদ তালুকদার, শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক মাহফিজুর রহমান, সদস্য সচিব কামরুল ইসলামসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলায় বিদ্যালয় প্রাঙ্গণ আবেগঘন পরিবেশে পরিণত হয়। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় অনেকেই স্মৃতিচারণায় মেতে ওঠেন। আয়োজকরা জানান, এই আয়োজন নতুন প্রজন্মকে বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস সম্পর্কে জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ