শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫
No menu items!
বাড়িঅর্থনীতিবৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১.২৭ বিলিয়ন ডলার

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১.২৭ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সামান্য হলেও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১,২৭৫.৫৩ মিলিয়ন ডলার, যা প্রায় ৩১ দশমিক ২৭ বিলিয়ন ডলারের সমান।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) প্রস্তাবিত ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল ৬ (BPM6) পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২৬,৩৯৩.৩৮ মিলিয়ন ডলার বা ২৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
গত বছরের একই দিনে (২৪ সেপ্টেম্বর ২০২৪) দেশের গ্রস রিজার্ভ ছিল ৩০,৩৩৪.২১ মিলিয়ন ডলার এবং BPM6 অনুযায়ী রিজার্ভ ছিল ২৫,১৩৫.৬৫ মিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে প্রায় ৯৪১ মিলিয়ন ডলার (৩.১ শতাংশ) এবং BPM6 রিজার্ভ বেড়েছে প্রায় ১,২৫৮ মিলিয়ন ডলার (৫ শতাংশ)।
বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় তথা রেমিট্যান্স প্রবাহ বেড়ে যাওয়ায় রিজার্ভ বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়েছে। তবে রিজার্ভের ওপর বৈদেশিক ঋণ পরিশোধ ও আমদানি ব্যয়ের চাপও অব্যাহত রয়েছে। ফলে রিজার্ভকে দীর্ঘমেয়াদে টেকসই পর্যায়ে ধরে রাখা এখনও একটি বড় চ্যালেঞ্জ হিসেবেই রয়ে গেছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ