শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫
No menu items!
বাড়িঅর্থনীতিগভর্নরের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক, সুদহার এক অঙ্কে আনার দাবি

গভর্নরের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক, সুদহার এক অঙ্কে আনার দাবি

বর্তমান ব্যাংক ঋণের উচ্চ সুদহার ব্যবসাবান্ধব নয় বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীরা। আগামী মুদ্রানীতিতে সুদের হার কমিয়ে সিঙ্গেল ডিজিটে (এক অঙ্কে) আনার দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠক করে এ দাবি জানায়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারাও।

বৈঠক শেষে এফবিসিসিআই মহাসচিব আলমগীর বলেন, বর্তমানে বাংলাদেশে সুদের হার ১৪ শতাংশের ওপরে। প্রতিযোগিতামূলক বাজারে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ১০ থেকে ১১ শতাংশ মুনাফা করে। এ অবস্থায় এই উচ্চ সুদ কোনোভাবেই ব্যবসাবান্ধব নয়। এমন হারে ঋণ নিয়ে বিশ্ববাজারে টিকে থাকা অত্যন্ত কঠিন। বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখা, বিনিয়োগ বৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সুদের হার ধীরে ধীরে কমিয়ে সিঙ্গেল ডিজিটে আনার অনুরোধ জানিয়েছি। গভর্নর জানিয়েছেন, নীতি সুদের হার সিঙ্গেল ডিজিটে নেমে আসবে, যা আগামী মুদ্রানীতিতেই প্রতিফলিত হবে।

তিনি আরও বলেন, কোভিড-১৯, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বন্যা ও রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক পুনর্গঠনের লক্ষ্যে গঠিত কমিটির মেয়াদ সেপ্টেম্বরেই শেষ হয়েছে। আমরা সেই মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর অনুরোধ করেছি।

পাশাপাশি ৫০ কোটি টাকার নিচের ঋণগুলো পর্যালোচনার মাধ্যমে নীতিগত সহায়তার জন্য নতুন একটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান এই ব্যবসায়ী নেতা। আলমগীর বলেন, তাদের এই দাবির প্রেক্ষিতে গভর্নর জানিয়েছেন- এতে কোনো সমস্যা হবে না, এটি চলমান থাকবে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ