শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫
No menu items!
বাড়িঅর্থনীতিকক্সবাজারে সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ এ অগ্নিকাণ্ড, সম্পূর্ণ জাহাজ ক্ষতিগ্রস্ত

কক্সবাজারে সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ এ অগ্নিকাণ্ড, সম্পূর্ণ জাহাজ ক্ষতিগ্রস্ত

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, আগুন লাগার সময় জাহাজটিতে কোনো পর্যটক উপস্থিত ছিলেন না। সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যটক ওঠার আগেই প্রশাসনের সংশ্লিষ্টরা ঘাট এলাকায় অবস্থান করছিলেন। এর মধ্যেই জাহাজটির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম বলেন, “আগুন নির্বাপণের কাজ চলছে। জাহাজটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌভাগ্যবশত আগুন লাগার আগে কোনো পর্যটক জাহাজে ওঠেননি।”তিনি আরও বলেন, “যদি যাত্রী বোঝাইয়ের পর মাঝ সাগরে এমন ঘটনা ঘটত, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।”

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ