রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫
No menu items!
বাড়িঅর্থনীতিআবারও সোনার দাম বাড়লো, ভরিতে ২২ ক্যারেটের দাম ২ লাখ ২৭ হাজার...

আবারও সোনার দাম বাড়লো, ভরিতে ২২ ক্যারেটের দাম ২ লাখ ২৭ হাজার টাকা ছাড়াল

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা, যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম রোববার (২৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) এর দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী—
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা
এর আগে সর্বশেষ গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। ওইদিন ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৯০ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬২ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৮ বার কমানো হয়েছে। অপরদিকে, গত বছর সোনার দাম সমন্বয় করা হয়েছিল মোট ৬২ বার, যার মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ২৭ বার কমেছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ