মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকার সভাপতি কামরান তানভীরুর রহমান বলেন, ‘মূলধনি যন্ত্রপাতির আমদানি কমে গেছে।
তিনি বলেন, ‘নির্বাচন হওয়ার পর রাজনৈতিক বোঝাপড়া হলে এ পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারব বলে আমরা মনে করি। বিনিয়োগকারীরা নির্বাচনের জন্য অপেক্ষা করছে।
গত অর্থবছরে দেশের ব্যবসায় পরিবেশে যে চাপ তৈরি হয়েছিল, নতুন অর্থবছরে তা কিছুটা শিথিল হলেও মৌলিক অবস্থার তেমন পরিবর্তন হয়নি। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও বিশ্লেষকেরা বলছেন, সামান্য অগ্রগতি হয়েছে কিছু খাতে; কিন্তু সামগ্রিকভাবে পরিবেশ এখনো অনিশ্চয়তায় ঘেরা। তাদের মতে, ব্যবসায়িক পরিবেশে এখনো কয়েকটি প্রতিবন্ধকতা রয়ে গেছে। ব্যবসা চালানো এখন আগের চেয়ে ব্যয়বহুল ও জটিল হয়ে পড়েছে। নতুন ব্যবসা শুরু করা এখন বড় চ্যালেঞ্জ। সাম্প্রতিক বিবিএক্সের এক জরিপে ৭৮ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, মুদ্রাস্ফীতি ও আর্থিক অনিশ্চয়তার কারণে তাদের উৎপাদন ব্যয় বেড়েছে, বিশেষ করে তৈরি পোশাক, ওষুধ ও পাইকারি বাণিজ্যে। ৫৮ শতাংশ প্রতিষ্ঠান আর্থিক সংকটে এবং ৬০ শতাংশ দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সমস্যায় পড়েছে।
শিল্প উদ্যোক্তারা বলছেন, উচ্চ সুদের হারই এখন সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। ব্যাংক ঋণ দুই অঙ্কে চলে যাওয়ায় পুঁজির খরচ বেড়েছে দ্বিগুণের মতো। জ্বালানি ও কাঁচামালের দাম বাড়ায় উৎপাদন ব্যয়ও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অনেক কারখানা এখন ডিজেল জেনারেটরে চলছে, যা প্রতি ইউনিটে উৎপাদন খরচ বাড়িয়েছে ১৫ শতাংশ পর্যন্ত। একাধিক শিল্প এলাকায় উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য, শুধু জ্বালানির সরবরাহ নিশ্চিত না হওয়ায়। পরিবহন ব্যয়ও বেড়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির পাশাপাশি সড়ক অবরোধ ও বিক্ষোভে সরবরাহ চেইনে বিঘ্ন ঘটছে। একাধিক শিল্পপতি বলছেন, এখন বিনিয়োগের আগে সবাই অপেক্ষা করছে, পরিস্থিতি কতটা স্থিতিশীল হয় সেটা দেখার জন্য। তবে সামগ্রিকভাবে, ব্যবসার ব্যয়ই এখন সবচেয়ে বড় আলোচ্য।
