শনিবার, নভেম্বর ১, ২০২৫
No menu items!
বাড়িঅর্থনীতিপর্যটন মেলায় থাইল্যান্ডের মেডিকেল ট্যুরিজমে বিশেষ চমক

পর্যটন মেলায় থাইল্যান্ডের মেডিকেল ট্যুরিজমে বিশেষ চমক

১৩তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫-এ মেডিকেল ট্যুরিজম খাতে নতুন চমক নিয়ে এসেছে সুহা ট্রাভেলস থাইল্যান্ড। প্রতিষ্ঠানটি থাইল্যান্ডের ১৫টি নামকরা হাসপাতালের বিশ্বমানের চিকিৎসাসেবা এবং আনুষঙ্গিক সকল সুবিধাকে বাংলাদেশের মানুষের হাতের মুঠোয় নিয়ে এসেছে।

গত বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (টোয়াব) আয়োজিত তিন দিনব্যাপী বিটিটিএফ মেলা ঘুরে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের কাছ থেকে এই বিশেষ সেবা সম্পর্কে বিস্তারিত জানা যায়। মেলায় সুহা ট্রাভেলসের স্টলটি দ্বিতীয় তলার সেলিবেরিটি হলের ৩১, ৩২, ৪৩ ও ৪৪ নম্বরে অবস্থিত।

 

শনিবার (১ নভেম্বর) মেলার শেষ দিন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

সুহা ট্রাভেলসের কর্ণধার মোহাম্মদ সোলায়মান জানান, অত্যাধুনিক চিকিৎসাসেবার জন্য থাইল্যান্ড বিশ্বব্যাপী খুবই জনপ্রিয়। তারা ১৫টি নামকরা হাসপাতালের তিন শতাধিক বিশেষজ্ঞ ডাক্তারকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন।

 

তিনি বলেন, ‘আমাদের মাধ্যমে গ্রাহকরা সবচেয়ে কম সময়ের মধ্যে বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এবং মাত্র তিন থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে থাইল্যান্ডের মেডিকেল ভিসা পেয়ে যান। শুধু তাই নয়, এয়ার অ্যাম্বুলেন্স, দোভাষী (ইন্টারপ্রেটার), প্রয়োজনীয় ঔষধ সংগ্রহ, এয়ার টিকিট ও থাকার ব্যবস্থাও সুহা ট্রাভেলস থেকে নিশ্চিত করা হয়।’

ইতিমধ্যে এই প্রতিষ্ঠানটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ব্যাপক সাড়া ফেলেছে এবং তাদের দ্রুত ও বিশ্বস্ত সার্ভিসের কারণে বাংলাদেশ, নেপাল, ভুটানসহ একাধিক দেশের মানুষের কাছে আস্থা অর্জন করেছে। ব্যাংকক শহরের প্রাণকেন্দ্রে পাঁচ তারকা হোটেল অ্যাম্বাসেডরের সুকুম্ভিত সই-১১ তে সুহা ট্রাভেলসের নিজস্ব অফিস ও ফার্মেসি রয়েছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ