শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫
No menu items!
বাড়িঅর্থনীতিআজকের বাজারে স্বর্ণের দাম

আজকের বাজারে স্বর্ণের দাম

দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। এবার ভরিতে প্রায় আড়াই হাজার টাকার বেশি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

 

নতুন দাম বুধবার (১৫ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে। ফলে আজ শুক্রবারও (১৭ অক্টোবর) একই দামে বিক্রি হচ্ছে সোনা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

সোনার আজকের বাজারদর—

• ২২ ক্যারেট : ভরিপ্রতি ২,১৬,৩৩২ টাকা

• ২১ ক্যারেট : ভরিপ্রতি ২,০৬,৪৯৯ টাকা

• ১৮ ক্যারেট : ভরিপ্রতি ১,৭৭,০০১ টাকা

• সনাতন পদ্ধতি : ভরিপ্রতি ১,৪৭,৩৫১ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।

তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে। 

অন্যদিকে জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৯১৪ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭৪ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৮০২ টাকায়।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ