শনিবার, জুলাই ১৯, ২০২৫
No menu items!
বাড়িঅর্থনীতিআগামী ৫ আগস্ট তফসিলি ব্যাংক বন্ধ থাকবে

আগামী ৫ আগস্ট তফসিলি ব্যাংক বন্ধ থাকবে

আগামী ৫ আগস্ট ২০২৫ (সোমবার) সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে। দিনটি ‘জুলাই গণঅভ্যূত্থান দিবস’ হিসেবে সরকার ঘোষিত ছুটির দিন হওয়ায় বাংলাদেশ ব্যাংক থেকে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ৫ আগস্ট জাতীয় ছুটির দিন হিসেবে নির্ধারিত হয়েছে। ফলে দেশের সকল তফসিলি ব্যাংকে সেদিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

ব্যাংক কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে আগেভাগে প্রস্তুতি নিতে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ওইদিনের লেনদেন বা অন্যান্য ব্যাংকিং কার্যক্রম আগে থেকেই সমন্বয় করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগ গত ২ জুলাই এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ৫ আগস্টকে ছুটি ঘোষণা করে, যা অন্যান্য সরকারি অফিস-আদালতের পাশাপাশি ব্যাংক খাতেও প্রযোজ্য হবে।
এছাড়া ওই দিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনও বন্ধ থাকবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ