বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫
No menu items!
বাড়িঅর্থনীতিভরিতে ৩ হাজার ৬৭৫ টাকা বেড়ে সোনার দামে নতুন রেকর্ড

ভরিতে ৩ হাজার ৬৭৫ টাকা বেড়ে সোনার দামে নতুন রেকর্ড

দেশের বাজারে ফের একবার সোনার দাম রেকর্ড পরিমাণে বেড়েছে। ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ৩ হাজার ৬৭৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে এই নতুন মূল্য কার্যকর হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এই দাম বৃদ্ধির ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ড বা তেজাবি সোনার দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন সোনার মূল্য (প্রতি ভরি): ২২ ক্যারেট: ১,৮৯,৬২২ টাকা,২১ ক্যারেট: ১,৮১,০০২ টাকা,১৮ ক্যারেট: ১,৫৫,১৪৩ টাকা,সনাতন পদ্ধতি: ১,২৮,৭০১ টাকা

সোনার দামে এই মূল্য বৃদ্ধির সঙ্গে অতিরিক্তভাবে ৫ শতাংশ সরকারি ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।
উল্লেখ্য, এর আগে ৯ সেপ্টেম্বর সর্বশেষ সোনার দাম বাড়ানো হয়েছিল, তখন ২২ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। এবার সেটিও অতিক্রম করে নতুন রেকর্ড গড়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এখন পর্যন্ত ৫৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার বেড়েছে এবং মাত্র ১৬ বার কমেছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ