ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।তিনি বলেন, ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকীকে সাভারের নবীনাগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সাবেক এ সংসদ সদস্যর নামে ঝিনাইদহ সদর থানায় তার বিরুদ্ধে হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা রয়েছে।ঝিনাইদহ-২ (সদর আংশিক ও হরিণাকুণ্ডু উপজেলা) থেকে তাহজীব আলম সমি ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরে তিনি ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।