বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, নতুন আক্রান্ত ৭৩৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, নতুন আক্রান্ত ৭৩৫

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি অব্যাহত রয়েছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ জনের, আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৩৫ জন। সোমবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৯৫ জনের, যাদের মধ্যে পুরুষ ১০১ জন এবং নারী ৯৪ জন। এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৭৮৬ জনে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকায় রয়েছেন ৩৭৬ জন। অন্যান্য বিভাগে আক্রান্তের সংখ্যা হলো—বরিশাল ১১৬ জন, চট্টগ্রাম ৯৮ জন, খুলনা ৩৯ জন, ময়মনসিংহ ৩৫ জন, রাজশাহী ৫৭ জন, রংপুর ১৪ জন এবং সিলেট বিভাগের ৪ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মশা নিয়ন্ত্রণ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঘরের ভেতর ও বাইরে পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ