গাজীপুরের শ্রীপুরে হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজের ৪ তলা ভিতবিশিষ্ট ভবনের ১ তলার নির্মাণ কাজের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের সভাপতি অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠানে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার এবং হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক এসএম সালাহ্ উদ্দিন আহমেদের যৌথ সঞ্চালনায়, কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আবদুল হান্নান সজলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় দোয়া ও উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধন শেষে মাওনা হাজী পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মনজুরুল হক রাজি দোয়া পরিচালনা করেন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সকলে নতুন ভবনের সফল নির্মাণ ও প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতির জন্য দোয়া করেন।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “আশা করছি হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজ অল্প সময়ের মধ্যেই উন্নয়ন ও অগ্রগতির পথে আরও একধাপ এগিয়ে যাবে। শ্রীপুরে মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করে এই প্রতিষ্ঠানকে সারাদেশে রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে।”
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আলহাজ্ব আবদুল হান্নান সজল বলেন, “এই নতুন ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীরা আরও উন্নত শিক্ষার পরিবেশ পাবে, যা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, চার তলা ভবন নির্মাণের মাধ্যমে এলাকার শিক্ষার্থীদের জন্য আধুনিক ও উপযুক্ত শিক্ষা অবকাঠামো নিশ্চিত হবে এবং এটি এলাকার শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
