ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:
টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজুকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা বিএনপির সহসভাপতি নাজিম মাস্টারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “অনিবার্য কারণে” শাহজাহান সাজুকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সহসভাপতি নাজিম মাস্টার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানানো হয়।
এ বিষয়ে জেলা বা উপজেলা বিএনপির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।