দেশের বিভিন্ন সংসদীয় আসনের সীমানা নিয়ে বর্তমানে প্রায় ৩০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (১১ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।ইসি সচিব বলেন, “সীমানা সংক্রান্ত মামলাগুলোর কারণে নির্বাচনী প্রস্তুতি ও সময়সূচিতে প্রভাব পড়তে পারে।”
তিনি জানান, এসব মামলার মধ্যে বাগেরহাটের একটি মামলার রায় সম্প্রতি হয়েছে। রায়ে আদালত উল্লেখ করেছেন—আগে বাগেরহাটে চারটি সংসদীয় আসন থাকলেও, পরে নির্বাচন কমিশন সেটি তিনটিতে সীমিত করে। আদালত কমিশনের সেই সিদ্ধান্ত বাতিল করে চারটি আসন পুনর্বহাল করেছেন।এ বিষয়ে আখতার আহমেদ বলেন, “আদালতের রায়ের সার্টিফাইড কপি না পাওয়া পর্যন্ত কমিশন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না। কপি পাওয়ার পর কমিশন পর্যালোচনা করে নির্ধারণ করবে রায় মেনে চলা হবে, নাকি আপিল করা হবে।”
