গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যকর্মীদের নিয়ে প্রাথমিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তত্ত্বাবধানে প্রায় ১৫–২০ জন স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণে অংশ নেন। আগুন লাগার মতো জরুরি পরিস্থিতিতে কীভাবে ঘাবড়ে না গিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, রোগী ও স্টাফদের নিরাপদে সরিয়ে নেওয়া, প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণ এসব বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
হাসপাতালে আগুন নেভানোর বিভিন্ন পদ্ধতি, যন্ত্রপাতি ব্যবহারে দক্ষতা এবং আত্মরক্ষার কৌশলেও গুরুত্ব দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, “হাসপাতালে অগ্নিকাণ্ড হলে ক্ষয়ক্ষতি ভয়াবহ হতে পারে। নিয়মিত প্রশিক্ষণই স্টাফদের সক্ষমতা বাড়াতে সাহায্য করবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, “জনসেবার গুরুত্বপূর্ণ স্থাপনা হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। এ ধরনের প্রশিক্ষণ স্বাস্থ্যসেবাকে আরও নিরাপদ করবে।”
শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, জনসেবামূলক প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা জোরদারে এমন প্রশিক্ষণ নিয়মিতভাবে অব্যাহত থাকবে।হাসপাতালের জীবন ও সম্পদ রক্ষার এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আস্থার বার্তা দিয়েছে।
