গাজীপুরের শ্রীপুরে রাস্তা পারাপারের সময় শ্যামলী বাংলা পরিবহনের একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত এক পুরুষ (৫০) পথচারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ১নং সিএন্ডবি বাজার সংলগ্ন আসপাড়া ওয়ালটন প্লাজার সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, ময়মনসিংহগামী লেনে রাস্তা পারাপারের সময় ঢাকা মেট্রো-ব-১২-০৬৫০ নম্বরের শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পথচারীকে ধাক্কা দিলে তিনি মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শফিক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
