“শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষে গুণী শিক্ষক হিসেবে পাঁচজন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) বেলা ১১টায় শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন, শ্রীপুর উপজেলা শিক্ষক – কর্মচারী ও কল্যাণ সমিতির সভাপতি ও হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আবদুল হান্নান সজল, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাজমুল সহ শিক্ষক সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন,“শিক্ষক সমাজ জাতি গঠনের কারিগর। তাঁদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করা সম্ভব।”
এ ছাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী ও কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল হান্নান সজল বলেন,“এই সংবর্ধনা কেবল ব্যক্তিগত সম্মাননা নয়, বরং শিক্ষক সমাজের সম্মিলিত অবদানের স্বীকৃতি। আমরা এ ধারা আগামীতেও বজায় রাখব।” আলোচনা সভা শেষে গুণী শিক্ষক হিসেবে পাঁচজন বিশিষ্ট শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।