গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বসতঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এক বৃদ্ধ দম্পতি।
ভুক্তভোগী মনির হোসেন জানান, তার চাচা মোঃ মফিজ উদ্দিন (৭০) ও চাচী মোছাঃ হালিমা খাতুন (৬৫) ঘরে ঘুমিয়ে ছিলেন। ২৩ সেপ্টেম্বর ভোররাতে (প্রায় ৪টা নাগাদ) অভিযুক্ত প্রতিবেশীরা দলবদ্ধভাবে জমিতে অনধিকার প্রবেশ করে গাছের চারা রোপণ ও বসতঘরে আগুন ধরিয়ে দেয়। চিৎকার শুনে তারা ঘর থেকে কোনোমতে বের হয়ে প্রাণে রক্ষা পান। তবে আগুনে ঘরের চালসহ বেশ কিছু মালামাল পুড়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন মোঃ রফিক, মোঃ লিটন সরকার, মোঃ সবুজ, মোঃ আবুল হোসেন, মোঃ হিরণ, মোঃ আঃ আউয়ালসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন।
মনির হোসেনের দাবি, এই জমি তাদের পৈত্রিক সম্পত্তি এবং বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আদালতে দেওয়ানি মামলা (মামলা নং ৩০৮/২০২৫) চলমান রয়েছে। কিন্তু তার পরেও প্রতিপক্ষরা জমি দখলের চেষ্টা করছে এবং প্রতিবাদ করায় বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিচ্ছে।
এ বিষয়ে তিনি শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত রফিক বলেন,তারা নিজ বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে ফাঁসানোর চেষ্টা চালায়। আমার জমিতে গাছ লাগানো হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।