গাজীপুরের শ্রীপুরে জাসাস নেতা ফরিদ সরকার (৩৫) কে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি আবু তাহের ওরফে ‘তারা ডাকাত’কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এর আগে বুধবার ভোররাতে র্যাবের সহযোগিতায় টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলায় পূর্বে মো. টিটু (৪৫) নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত মোট দুইজন আসামি গ্রেপ্তার হয়েছে।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, হত্যাকাণ্ডের একটি কল রেকর্ড পুলিশ হাতে পেয়েছে। শ্রীপুর থানার তদন্ত কর্মকর্তা ইনস্পেক্টর মতিউর রহমান বলেন, “হত্যাকাণ্ডের সময় তারা ডাকাত ফরিদ সরকারকে কুপিয়ে আঘাত করার সুনির্দিষ্ট তথ্য পুলিশের কাছে রয়েছে। তাকে রিমান্ডে নিয়ে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।”
পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে বা অন্য কোনো পরিকল্পিত কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমেদ বলেন, “চাঞ্চল্যকর এই হত্যা মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।”
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ভোররাত আনুমানিক ৩টার দিকে শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামে ফরিদ সরকার হত্যা হন। তিনি গোসিংগা ইউনিয়ন জাসাসের সিনিয়র যুগ্ম-সম্পাদক ছিলেন। নিহতের হাত ও মাথায় ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বড় ভাই ফারুক হোসেন শ্রীপুর থানায় মামলা করেছেন।
