শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়শ্রীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ

শ্রীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ

২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় শ্রীপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলার বসতবাড়ি ও মাঠে শাক-সবজি আবাদ বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার সুমাইয়া সুলতানা। আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মাহবুবুল আলম, আফরোজা, উপসহকারী কৃষি অফিসারগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মসূচির আওতায় ৫৪০ জন কৃষকের মাঝে লাউ ৯০ জন, বেগুন ১৫০ জন, মিষ্টি কুমড়া ১৫০ জন, ও শসা ১৫০ জন কৃষকের মাঝে বীজ বিতরণ করা হয়। এছাড়াও প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
সরকারের এ প্রণোদনা কর্মসূচি কৃষকদের সবজি উৎপাদনে উৎসাহিত করবে এবং দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানান অতিথিরা। কৃষকরা বিনামূল্যে প্রাপ্ত বীজ ও সার পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ