টাঙ্গাইলের পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে কারাতে প্রশিক্ষণ কর্মসূচি চালু হয়েছে। আত্মরক্ষা ও আত্মনির্ভরশীলতা অর্জনের অংশ হিসেবে বিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রতি বৃহস্পতিবার নিয়মিতভাবে বালক-বালিকা উভয়ের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,কারাতে শিক্ষার্থীদের শুধু আত্মরক্ষার কৌশলই শেখাবে না, বরং তাদের শারীরিক-মানসিকভাবে সুস্থ, আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী করে তুলবে। এর ইতিবাচক প্রভাব পড়বে তাদের শিক্ষাজীবনেও।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের নেতা মোস্তফা কামাল লাবু, বাংলাদেশ সিতো-রিউ কারাতে-দো একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান প্রশিক্ষক গ্র্যান্ড মাস্টার মো. শফিকুল ইসলাম লাভলু, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, যুগ্ম সম্পাদক শফিকুজ্জামান খান মোস্তফা ও নাজমুল হক। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা এ সময় উপস্থিত ছিলেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নিয়মিত এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা গড়ে উঠবে, যা তাদের ভবিষ্যৎ জীবনে ইতিবাচক ভূমিকা রাখব।