মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫
No menu items!
No menu items!
বাড়িসারাদেশরাজবাড়ীতে ইউনিয়ন পরিষদে নেই চেয়ারম্যান-সচিব, নাগরিকদের ভোগান্তি

রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদে নেই চেয়ারম্যান-সচিব, নাগরিকদের ভোগান্তি

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিব না থাকায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নবাসী।

প্রতিদিনই জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ভাতার আবেদন বা জমিজমা-সংক্রান্ত কাজে নাগরিকরা ইউনিয়নে এসে প্রশাসক ও সচিব না থাকায় ফিরে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ করলেও এর কোনো সমাধান হয়নি।

 

চন্দনী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের গর্ভবতী নারী জিয়াসমিন বেগম (৩১) জন্মনিবন্ধন সনদ পেতে বহুবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। প্রশাসক ও সচিবের রুমের দরজা বন্ধ থাকায় তিনি হতাশ হয়ে ফিরে গেছেন। এ ধরনের সমস্যা শুধু জিয়াসমিনের নয়। পুরো ইউনিয়নবাসী নাগরিক সুযোগ-সুবিধা থাকে বঞ্চিত হচ্ছেন।

জানা গেছে, গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ইউপি চেয়ারম্যান আব্দুর রব গা ঢাকা দিলে তার পদ শূন্য হয়ে গেলে ইউপি সদস্যদের সমন্বয়ে একটি প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়। পরবর্তীতে সাবেক আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পুনরায় চেয়ারম্যানের দায়িত্ব ফিরে পাওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন জানান। তবে জেলা প্রশাসন সাধারণ নাগরিকরা যাতে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত না হয় সেজন্য রাজবাড়ী সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেন। কিন্তু অভিযোগ ওঠে, দায়িত্ব পাওয়ার পর থেকে তিনিও মাত্র দুই দিন অফিসে উপস্থিত হয়েছেন। ফলে ইউনিয়নের সাধারণ মানুষ তাদের নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) ভোগান্তির প্রতিকার চেয়ে ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন চন্দনী ইউনিয়নবাসী। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা ইউনিয়নের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, চেয়ারম্যান না থাকায় প্রশাসক ও সচিবের অনুপস্থিতিতে গ্রাম আদালত ব্যবস্থা ভেঙে পড়েছে। সালিস বন্ধ হয়ে গেছে এবং সমাজে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। এ সময় স্থানীয় বাসিন্দারা দ্রুত একজন প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবি জানান।

চন্দনী ইউনিয়নবাসী জানান, বর্তমানে ইউনিয়ন পরিষদে জনগণের ভোটে নির্বাচিত কোনো চেয়ারম্যান নেই। ফলে সচিব নিজের ইচ্ছেমতো দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। এতে করে জন্ম-মৃত্যু নিবন্ধনসহ নানা নাগরিক সেবা পেতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষের।

চন্দনী ইউনিয়ন পরিষদের রেশমা বেগম নামে এক উদ্যোক্তা জানান, চেয়ারম্যান চলে যাওয়ার পর থেকে ভোগান্তি সৃষ্টি হয়েছে। প্রশাসক নিয়মিত অফিসে আসেন না, সচিবের বদলি নাগরিকদের ভোগান্তি আরও বাড়িয়েছে।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারিয়া হক বলেন, চন্দনী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নেই। প্রশাসক হিসেবে উপজেলা সমাজসেবা অফিসার দায়িত্ব পালন করছেন। নতুন সচিব শিগগিরই যোগদান করবেন। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ