শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫
No menu items!
বাড়িলিড নিউজরশিদপুর উচ্চ বিদ্যালয়ে পূর্ণমিলনী

রশিদপুর উচ্চ বিদ্যালয়ে পূর্ণমিলনী

প্রথমবারের মতো জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রশিদপুর উচ্চ বিদ্যালয়েবছরে প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুলাহ আল স্বাধীনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্ভোধন করেন প্রধান শিক্ষক আব্দুল বারেক।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক  আব্দুল বারেক  বলেন,প্রতিষ্ঠার পর আজ প্রথম পূর্ণমিলনী হচ্ছে। প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দকে একসাথে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। বিদ্যালয়ের অগ্রযাত্রায় সবার সহযোগিতা প্রয়োজন।

এসময় ১৯৯৪ সালের ব্যাচ থেকে শুরু করে ২০২৫ সালের ব্যাচ পর্যন্ত বিভিন্ন সময়ের প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনীতে যোগ দেন এবং তাদের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল পথচলায় অবদান রাখা অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার দিয়ে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রিয় অঙ্গণে প্রাণের বন্ধনে একত্রিত হওয়া শিক্ষার্থীদের এ আয়োজন বিদ্যালয়ের দীর্ঘ ঐতিহ্যকে নতুন করে স্মরণ করিয়ে দেয় এবং আগামীর পথচলাকে আরও বর্ণিল করার প্রত্যয় জাগায়।

 

 

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ