রবিবার, আগস্ট ৩১, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়মুন্সীগঞ্জে নিখোঁজ রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জে নিখোঁজ রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জে লঞ্চঘাটে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হওয়া রাজমিস্ত্রী মো. লোকমান হোসেনের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) সকাল ৭টা ৩০ মিনিটের দিকে মোল্লারচর এলাকার নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
নিহত লোকমান ভোলা জেলার তজুমউদ্দিন উপজেলার দেওয়ানপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
জানা যায়, রবিবার দিবাগত রাত ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে মনপুরা থেকে ঢাকাগামী ‘ফারহান-৩’ নামের একটি লঞ্চ মুন্সীগঞ্জ লঞ্চঘাটে থামে। ওই সময় লোকমান হোসেন তার স্ত্রী রিপা আক্তার, চাচাতো ভাই শিহাদ ও সফরসঙ্গী সোহেলকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে লঞ্চে যাত্রা করছিলেন। লঞ্চঘাটে পৌঁছালে সোহেলকে নামানোর সময় পা পিছলে লোকমান নদীতে পড়ে যান।
মঙ্গলবার সকালে মোল্লারচর এলাকার নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম বলেন, নদীপথে যাতায়াতে বাড়তি সতর্কতা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়। উদ্ধার শেষে মরদেহ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ