সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে শ্রীপুর উপজেলার বিএনপির আহ্বায়ক সদস্য ও গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য মো. আবু বকর সিদ্দিককে নিয়ে প্রকাশিত ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবু বকর সিদ্দিক।
তিনি বলেন, “আজ একটি মিথ্যা সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নজরে আসে, যেখানে দাবি করা হয়েছে আমি নাকি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এক আওয়ামী লীগ নেতার জমি ও দোকানঘর দখল করেছি। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি আরও জানান, “এই জমিটি আমাদের পৈত্রিক সম্পত্তি। ১৯৯০ সালে আমার দাদা বাব-চাপের নামে ১০৫ শতাংশ জমি রেজিস্ট্রি করেন। কিন্তু ২০০১ সালে শহিদুজ্জামান জামান লিটন নামের এক দলিল লেখক কৌশলে জমিটি লিখে নেন। পরে আমরা একাধিকবার বসে সমাধানের চেষ্টা করলেও তিনি বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।”
তিনি এই ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন।