মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়ময়মনসিংহে মাছবাহী ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহে মাছবাহী ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাছবাহী ট্রাক- সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার পাগলা থানার পাঁচবাগ চৌকা গোলচত্বর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পাগলা থানার ওসি ফেরদৌস আলম জানান, গফরগাঁওগামী একটি মাছবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বামুনখালী বটতলা বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেন (৫০) নিহত হন।
গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালক ওয়াসিম (২৮)‌কে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। দুর্ঘটনায় আহত অপর তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ