বুধবার, অক্টোবর ২২, ২০২৫
No menu items!
বাড়িক্যাম্পাসবেরোবি প্রেসক্লাবের আত্মপ্রকাশ: সভাপতি গাজী আজম, সম্পাদক সাকিব

বেরোবি প্রেসক্লাবের আত্মপ্রকাশ: সভাপতি গাজী আজম, সম্পাদক সাকিব

বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রেসক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক মানবজমিন ও দ্যা ঢাকা ডাইরি-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি গাজী আজম হোসেনকে সভাপতি এবং দৈনিক তৃতীয় মাত্রা ও নিউজ সারাক্ষণ-এর প্রতিনিধি সাকিব সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি: মো. কামরুল হাসান (দৈনিক রুপালী বাংলাদেশ, বাংলাদেশ মেইল)
যুগ্ম সাধারণ সম্পাদক: মো. রিফাত ইসলাম (দৈনিক মানবকণ্ঠ, একুশে সংবাদ)
কোষাধ্যক্ষ: মো. সাইফুল্লাহ মাসুম (স্বদেশ প্রতিদিন, এশিয়ান টিভি অনলাইন)
সাংগঠনিক সম্পাদক: আল হুমায়রা জান্নাতি ঐশী (দেশদেশান্তর ২৪)
দপ্তর সম্পাদক: উম্মে জেবিন (উত্তর বাংলা)
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. মিনহাজুর রহমান মেহেদী (দ্যা নিউজ, সবার কথা)
সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: খাদিমুল সরদার (বাংলা এফএম)
কার্যনির্বাহী সদস্য:সাবেহা আক্তার শ্রাবণী (রাইজিং কুমিল্লা),ফারজানা আক্তার (বাংলা মেইল ২৪),আশিকুর রহমান (নিউজ জি২৪, ডে নাইট বিডি),আখফা সুরাইয়া (শিক্ষানবিশ)।প্রেসক্লাবের সভাপতি গাজী আজম হোসেন বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সবসময় সত্য, ন্যায় ও দায়িত্বশীল সাংবাদিকতার আদর্শে অটল থেকে কাজ করে যাবে। প্রেসক্লাবের সদস্যরা তরুণ, উদ্যমী ও দায়িত্বশীল— তাদের একনিষ্ঠ পরিশ্রম ও পেশাদার মনোভাব প্রেসক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় তথা দেশের সাংবাদিকতায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করব, ইনশাআল্লাহ।”

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ