মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়প্রবাসী ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন আজ

প্রবাসী ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন আজ

বিদেশে থাকা প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) তৈরি করেছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। উদ্বোধনের পর থেকেই পোস্টাল ব্যালটের জন্য ভোটার নিবন্ধন শুরু হবে, যা চলবে টানা ২৮ দিন।

ইসির তথ্য অনুযায়ী, অ্যাপটির প্রচারণা আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, প্রথমবারের মতো প্রবাসী, নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারী ও আইন হেফাজতে থাকা ভোটারদের জন্য আইটি-ভিত্তিক পূর্ণাঙ্গ পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করা হচ্ছে।

আগামী ২৩ নভেম্বর থেকে নিরাপত্তা যাচাই ও ব্যালট পার্সোনালাইজেশনের কাজ শুরু হবে। এরপর ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হবে। বিদেশ থেকে ব্যালট ফিরে আসা শুরু হবে আগামী বছরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সব ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছে যাবে বলে আশা করছে ইসি।

নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের মধ্যেও যারা তফসিল ঘোষণার আগেই প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছেন, তারাও নিবন্ধনের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এ জন্য পোলিং পার্সোনেলের ডেটাবেইস ১৫ নভেম্বরের মধ্যে প্রকল্পে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইসি জানিয়েছে, প্রাথমিকভাবে ১০ লাখ প্রবাসী ও অভ্যন্তরীণ ভোটারকে লক্ষ্য করে কাজ শুরু হবে। ধাপে ধাপে নিবন্ধনের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৫০ লাখে উন্নীত করা হবে। এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে আনুমানিক ৩৫০ কোটি টাকা অতিরিক্ত বাজেট প্রয়োজন হবে। এছাড়া পোস্টাল ব্যালট স্ক্যানের জন্য ১৪০টি বিশেষ কিউআর কোড রিডার কেনা হবে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ