ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে পূজা মণ্ডপগুলোতে পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) জেলা সদর ও দেলদুয়ার উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, টাঙ্গাইল; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতার আশ্বাস দেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পূজা উপলক্ষে সমগ্র জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসন, পুলিশ ও অন্যান্য অংশীজন একযোগে কাজ করছে যেন সকল ধর্মাবলম্বী নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন।