‘পর্যটনে বিনিয়োগ করে টেকসই উন্নয়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৭ সেপ্টেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ আয়োজন করে নতুন আত্মপ্রকাশ করা সংগঠন ‘ট্যুরিজম ডেভেলপমেন্ট এসোসিয়েশন পঞ্চগড়’।
উদযাপন উপলক্ষে সকাল ১১টায় তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক সরকার হায়দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু, সহকারী কমিশনার (ভূমি) এমএ আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ওসি মুসা মিঞা, ট্যুরিস্ট পুলিশ ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি শাহদৎ হোসেন রঞ্জু, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক আহসান হাবিব এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিবেশ কর্মী মাহমুদুল ইসলাম মামুন।
সভায় বক্তারা পঞ্চগড়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, হিমালয়ের নৈকট্য এবং পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরে জেলাটিকে ‘পর্যটন জেলা’ হিসেবে ঘোষণার দাবি জানান।
এ সময় ইউএনও আফরোজ শাহীন খসরু তেঁতুলিয়ার পর্যটন উন্নয়ন বিষয়ে বিভিন্ন চলমান ও প্রস্তাবিত প্রকল্পের মাল্টিমিডিয়া উপস্থাপনা দেন। তিনি স্থানীয় পর্যটন শিল্পের প্রসারে প্রশাসনের পরিকল্পনা ও ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনাও তুলে ধরেন।
অনুষ্ঠানের মাধ্যমে ‘ট্যুরিজম ডেভেলপমেন্ট এসোসিয়েশন পঞ্চগড়’ সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে, যার সাধারণ সম্পাদক আতিকুজ্জামান শাকিল এবং সাংগঠনিক সম্পাদক এসকে দোয়েলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।