ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগ থেকে বিচ্ছিন্ন করে ময়মনসিংহ বিভাগে সংযুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে যমুনা সেতু-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় ছাত্র-জনতা। সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে যমুনা সেতুর পূর্বপ্রান্তের গোলচত্বর এলাকায় এ অবরোধ চলে প্রায় এক ঘণ্টা ধরে।
জানা গেছে, রোববার (১২ অক্টোবর) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে খবর— জনপ্রশাসন সংস্কার কমিশন টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগ থেকে কেটে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রস্তাব দিয়েছে। পরে সাংবাদিকদের অনুসন্ধানে জানা যায়, সরকারের কাছে জমা দেওয়া ওই কমিশনের প্রতিবেদনের ১৮৭ ও ১৮৮ নম্বর পৃষ্ঠায় বিষয়টি উল্লেখ আছে।
তবে এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক বলেন, টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগ থেকে পৃথক করার বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি সিদ্ধান্ত বা নির্দেশনা পাওয়া যায়নি।
এর আগে রোববার থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ প্রস্তাব ঘিরে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। জেলার সর্বস্তরের মানুষ এ প্রস্তাবের তীব্র বিরোধিতা জানায়। সোমবার সকাল থেকে ‘ছাত্র-জনতা’ ব্যানারে কালিহাতী, ভুঞাপুরসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে শত শত মানুষ মিছিল নিয়ে যমুনা সেতুর পূর্বপ্রান্তে জড়ো হয়।
দুপুরে তারা মহাসড়কে অবস্থান নিয়ে ‘টাঙ্গাইলকে ঢাকা বিভাগেই চাই’ স্লোগান দিতে থাকেন। এতে উত্তরবঙ্গ ও ঢাকাগামী উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অবশেষে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন।
ভুঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিক্ষোভকারীদের দাবি প্রশাসনের উচ্চপর্যায়ে জানানো হবে।