শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৫৩: সারাদেশে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৮১৪

ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৫৩: সারাদেশে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৮১৪

চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৫ সালে এ রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৫৩ জনে।

মঙ্গলবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১৪ জন। এর ফলে চলতি বছরের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৬০৫ জনে।

মারা যাওয়া ৪ জনের মধ্যে ৩ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা এবং ১ জন বরিশাল বিভাগের।

বিভাগভিত্তিক আক্রান্তের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রামে ১১৪ জন, ঢাকায় ১২৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১৭০ জন, দক্ষিণ সিটিতে ১০৭ জন, খুলনায় ৪১ জন, ময়মনসিংহে ৪৬ জন, রাজশাহীতে ৪০ জন, রংপুরে ৪১ জন এবং সিলেট বিভাগে ৫ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে, একই সময়ে ৮১৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এতে করে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ৫২১ জন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ