ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের নাজির কাম ক্যাশিয়ার মো. সরোয়ার আলমের বিরুদ্ধে আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) টাঙ্গাইল জজ কোর্টের অ্যাডভোকেট মো. হাবিবুল্লাহ বাহার এ নোটিশ পাঠান।
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার জুলহাস মিয়ার ছেলে আলম মিয়ার এক আত্মীয়কে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে সরোয়ার আলম তার কাছ থেকে আড়াই লাখ টাকা নেন। তবে দীর্ঘদিনেও চাকরির ব্যবস্থা না হওয়ায় টাকা ফেরত চাইলে তিনি নানা অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন।
নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে টাকা ফেরতসহ জবাব দিতে বলা হয়েছে, অন্যথায় আলম মিয়া আইনের আশ্রয় নেবেন বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সরোয়ার আলমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য, মো. সরোয়ার আলমের বিরুদ্ধে এর আগেও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে— এসটিএলএস নামক অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ আত্মসাৎ, পৌরসভায় জন্ম নিবন্ধনের দায়িত্ব পালনের সময় আর্থিক অনিয়ম এবং জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ কাজে লাগিয়ে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন। এ ঘটনায় দুদকের প্রধান কার্যালয়ে প্রতিকার চেয়ে অভিযোগ দেওয়া হয়েছে।