ইমরুল হাসান বাবু,
টাঙ্গাইল জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মুহম্মদ শামসুল আলম সরকার। বর্তমানে মুন্সিগঞ্জ জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করা এ কর্মকর্তা বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদায়নের নিশ্চিত হন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত সোমবার (২৪ নভেম্বর) দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়। এর ধারাবাহিকতায় টাঙ্গাইলের বর্তমান পুলিশ সুপার মিজানুর রহমানকে ময়মনসিংহ জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে।
নতুন এসপি মুহম্মদ শামসুল আলম সরকার ২৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০২৪ সালের ৩১ আগস্ট মুন্সিগঞ্জ জেলার এসপি হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনের সময় দক্ষতা, সততা ও পেশাদারিত্বের জন্য তিনি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন। অন্যদিকে, বিদায়ী এসপি মিজানুর রহমানকে ময়মনসিংহে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে।
