রবিবার, মে ১৮, ২০২৫
No menu items!
বাড়িঅপরাধটাঙ্গাইলের খামারের কর্মচারীকে গলা কেটে হত্যার অভিযোগ 

টাঙ্গাইলের খামারের কর্মচারীকে গলা কেটে হত্যার অভিযোগ 

টাঙ্গাইলের কালিহাতীতে আখতারুল হক ওরফে আখতার হোসেন (৪৫) নামের খামারের এক  কর্মচারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (১৮ মে) দুপুরে কালিহাতী উপজেলার বল্লা রামপুর সড়কের পাশে বলদকুড়া এলাকা থেকে  ওই কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।তিনি  দিনাজপুরের চিরিরবন্দর এলাকার নুর ইসলামের ছেলে।
প্রাথমিক ভাবে ধারণা করছে শুক্রবার কিংবা শনিবার রাতের যেকোন সময় ফার্মে চুরি করতে আসা দুর্বৃত্তরা তাকে জবাই করে ওই ফার্মের পিছনে ডেনের মধ্যে ফেলে রেখে যায়। রোববার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে ফার্মের মালিককে জানায়,মালিক ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়।পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ফার্ম মালিক মোরশেদ আলম জানান,প্রায় ১০ মাস আগে এক লোকের মাধ্যমে তার ফার্মে কাজ নেন আখতারুল হক।তিনি একাই ওই ফার্মে থেকে কাজ করতেন। বোববার সকালে খবর পান তার ফার্মের পিছনের মরদেহ পড়ে আছে।এসে দেখেন তার কর্মচারি।পরে পুলিশকে জানানো হয়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)) জাকির হোসেন জানান,খবর পেয়ে এক খামারের কর্মচারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।তদন্ত চলছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ