মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়টাঙ্গাইলে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

টাঙ্গাইলে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা। সোমবার (১১ আগস্ট) শহরের শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের ৬৪ জেলার স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

স্বেচ্ছাসেবী সংগঠন টিএসএফ-এর আয়োজনে অনুষ্ঠিত মিলনমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের আহ্বায়ক রাশেদুল আলম, এনপিবি নিউজের সম্পাদক আল হাদী তালুকদার এবং টিএসএফের পরিচালক তানভীর আহাম্মেদ রুবেল।

বক্তারা বলেন, রক্তদানের মাধ্যমে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আরও গভীর হয়, তাই সবাইকে বেশি বেশি রক্তদান এবং বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরত্বপূর্ণ ভূমিকা রাখায় ৪ জন সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া প্রায় ২০ জন অসহায় মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।এর আগে স্বেচ্ছাসেবীদের একটি বিশাল র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানের ভেন্যুতে পৌঁছায়।

 

 

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ