বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেফতার

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেফতার

টাঙ্গাইলের ঘাটাইলে স্বর্ণকারের বসতবাড়িতে পটকার বিস্ফোরণ ঘটিয়ে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ৫ রতি স্বর্ণ, ৩৪ ভরি রূপা ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সোহাগ মন্ডল, মো. মিন্টু মিয়া,মোশাররফ হোসেন, জসিম উদ্দিন, আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন, ময়নাল মিয়া। বুধবার(২৭ আগস্ট) সকালে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গত ১৮ আগস্ট ভোরে ঘাটাইল উপজেলার চকপাকুটিয়া গ্রামে স্বর্ণকার অমর বনিকের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতদলের একটি সদস্য প্রবেশ করে। এসময় পরিবারের সদস্যদের মৃত্যুর ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, রূপার গহনা ও মোবাইল ফোনসহ ৬ লাখ ৪১ হাজার ৮শ’ টাকার মালামাল লুট করে। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পটকার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।
এ ঘটনার পর টাঙ্গাইল জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ আগস্ট গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকা থেকে ডাকাত দলের সদস্য সোহাগ মন্ডলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সোহাগ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। সোহাগের তথ্যের ভিত্তেতে এ ঘটনার মূলহোতা মিন্টুকে গতকাল মঙ্গলবার নেত্রকোনা থেকে গ্রেফতার করা হয়। মূলহোতা মিন্টুর দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকার বিভিন্ন স্থান থেকে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ