টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের বড় বেলতা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সালিশী বৈঠকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের মধ্যে মারামারি ও ধারালো অস্ত্রের আঘাতে কয়েকজন আহত হন। এ ঘটনায় আদালতে উভয় পক্ষ পৃথক মামলা দায়ের করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল আজিজ ও তার সহোদর আব্দুস সালামের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি বিরোধ মীমাংসার জন্য স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে ছালামের বাড়িতে সালিশী বৈঠকের আয়োজন করা হয়।
সালিশ চলাকালে এক পর্যায়ে উত্তেজিত হয়ে আব্দুল আজিজ কোমর থেকে চাপাতি বের করে সালামের ভাই জাহিদ মন্ডলকে হত্যার উদ্দেশ্যে কোপ মারে। এসময় রাজু, রাসেলসহ কয়েকজন মিলে এলোপাতাড়ি মারপিট শুরু করে।
অপরদিকে, আজিজের মামলার অভিযোগে বলা হয়েছে খালেক জোয়াদ্দারের ছেলে জয়নাল মন্ডলসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আজিজের চিৎকারে তার স্ত্রী, সন্তান ও মেয়ে এগিয়ে এলে তারাও হামলার শিকার হয় বলে অভিযোগ।
এ বিষয়ে পোড়াবাড়ী ইউনিয়নের ইউপি সদস্য মতিয়ার রহমান পলু বলেন, “আজিজ ও সালামের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধ মীমাংসার জন্য বৈঠক বসানো হয়। কিন্তু হঠাৎ করেই আজিজ চাপাতি দিয়ে কোপ মারে এবং পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। আমরা মাতব্বররা মিলে থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হই।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ইমরুল হাসান বাবু
০১৭৯৪৬৭৮২৬১