ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:
টাঙ্গাইলের এলেঙ্গায় শিক্ষাব্রতী গোপীনাথ মজুমদার স্মৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে এলেঙ্গার “মমতালয়” প্রাঙ্গণে গোপীনাথ মজুমদার স্মৃতি গ্রন্থাগারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তিনজন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা জানানো হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন— টাঙ্গাইল সদর উপজেলার মগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনা আইচ, কালিহাতী উপজেলার মহেলা রাবেয়া সিরাজ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম মিঞা এবং এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বিজ্ঞান শিক্ষক মো. মিজানুর রহমান।
গ্রন্থাগার পরিচালনা পরিষদের আহ্বায়ক চৌধুরী মমতা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাকলী মজুমদার পপি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ অধ্যক্ষ তপন কুমার বর্ধন। মুখ্য আলোচক ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা হিতৈষী মো. সেকান্দর আলী সিকদার, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মু. হাবিবুল বাশার তারেক, সাবেক প্রধান শিক্ষক অজিত কুমার ভৌমিক, এলেঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি মো. মকবুল হোসেন এবং ডা. গনেশ চন্দ্র সাহা প্রমুখ।
উল্লেখ্য, প্রয়াত শিক্ষাব্রতী গোপীনাথ মজুমদার ১৯৪৮ সালের ৭ নভেম্বর টাঙ্গাইলের এলেঙ্গা পৌর এলাকার মশাজান গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তার স্মৃতিকে ধারণ করে ২০২৩ সালে তাঁর একমাত্র পুত্র—ছড়াকার, কলেজ শিক্ষক ও সাংবাদিক কাশীনাথ মজুমদার পিংকু—’গোপীনাথ মজুমদার স্মৃতি গ্রন্থাগার’ প্রতিষ্ঠা করেন।
