বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫
No menu items!
বাড়িঅপরাধটাঙ্গাইলে দুর্নীতির টাকায় হেডক্লার্ক গড়েছেন বিলাসবহুল বহুতল ভবন

টাঙ্গাইলে দুর্নীতির টাকায় হেডক্লার্ক গড়েছেন বিলাসবহুল বহুতল ভবন

ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার টাঙাইল:

টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজের প্রধান সহকারী (হেডক্লার্ক) জহুরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও দীর্ঘদিন ধরে দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ফাইলপত্রে অনিয়ম, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির মাধ্যমে তিনি অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র বলছে, চাকরিতে যোগদানের সময় সাধারণ পরিবারের সদস্য ছিলেন জহুরুল ইসলাম। কিন্তু বর্তমানে টাঙ্গাইল পৌরসভার সন্তোষ এলাকায় তার মালিকানায় রয়েছে পাঁচতলা বিলাসবহুল ভবন, একাধিক স্থাপনা ও বিপুল পরিমাণ জমি। এ বিপুল সম্পদের উৎস নিয়ে এলাকায় চলছে আলোচনা-সমালোচনা ও প্রশ্নের ঝড়।

কলেজের শিক্ষক-কর্মচারীরা অভিযোগ করেছেন, উন্নয়ন কাজ, ক্রয়-বিক্রয় ও নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব খাটিয়ে জহুরুল ইসলাম দীর্ঘদিন ধরে ব্যক্তিগত স্বার্থ হাসিল করেছেন। শিক্ষার্থীদের সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্টসহ বিভিন্ন কাগজপত্র প্রদানের ক্ষেত্রে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগও তাদের।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক-কর্মচারীর দাবি, ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় তিনি বছরের পর বছর অপকর্ম চালিয়ে গেছেন। ওই নেতা পলাতক হওয়ার পর ধীরে ধীরে বেরিয়ে আসছে জহুরুল ইসলামের দুর্নীতির চিত্র।

কয়েকজন শিক্ষার্থী জানান, ১৭ বছর ধরে ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ থাকায় তার বিরুদ্ধে মুখ খোলা ছিল দুঃসাহসিক কাজ। মার্কশিট তুলতে গেলেই দিতে হতো অতিরিক্ত টাকা, অভিযোগ করলেও কোনো পদক্ষেপ নেওয়া হতো না।

এ বিষয়ে জহুরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমার সব সম্পদ বৈধ পথে অর্জিত।”

এদিকে, স্থানীয়দের দাবি—জহুরুল ইসলামের অবৈধ সম্পদের উৎস তদন্তে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ