স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:
টাঙ্গাইলে আরমোষ্টা খালের উপর নির্মিত ঝুঁকিপূর্ণ ব্রিজ যেন মরণ ফাঁদে পরিনত হয়েছে। ব্রিজের উপর দিয়ে চলাচল কারীদের প্রাণহানির শঙ্কা থাকলেও প্রতিনিয়ত ঝুঁকিতে ১০ গ্রামের মানুষ চলাচল করছে। অপরদিকে ঝুঁকিপূর্ণ ব্রিজটি পূর্ণনির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ডুবাইল ইউনিয়নের আরমোষ্টা গ্রামের উপর দিয়ে লৌহজং নদীর পাশে জাহানখালির খালের উপর দিয়ে ঝুঁকি নিয়ে ইজিবাই, মোটরসাইকেল, অটোভ্যান, ঘোড়ার গাড়ি ও কৃষকের ধান নেওয়া পরিবহন সহ স্কুলগামী ছোট ছোট ছাত্রছাত্রীরা ঝুঁকিতে চলাচল করছে।
জানা যায়, দেলদুয়ার উপজেলার চরপাড়া, টুকচানপুর, মেরেগনা, ফুলতারা, আবাদপুর, এলাচিপুর, জাঙ্গুলীযা, বাথুলি, মোষ্ঠা,আরমোষ্টা সহ ১২টি গ্রামের লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত চলাচল করে।
কামান্না গ্রামের অনিল বলেন, পল্লী গ্রামের জন্য এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। যে সড়ক দিয়ে জেলা উপজেলা সাথে সংযোগ সড়ক। সেই সড়কের মাঝখান দিয়ে জাহানখালি একটি খাল রয়েছে। সেই জাহানখালির খালের উপর নির্মিত একটি ব্রিজ। যে ব্রিজ দিয়ে ৭বছর ধরে অটো চালাই। এরমধ্যে ৩ বছর ধরে ব্রিজের মাঝখানে কয়েকটি বড় বড় গর্ত হয়েছে। এই গর্ত যেন চলাচলকারীদের মরণ ফাঁদ। দীর্ঘদিন ধরে এই ঝুঁকিপূর্ণ ব্রিজটি পরে রয়েছে। এটি প্রশাসনের কোন নজর দেখছি না। দ্রুত প্রশাসনের কাছে দাবি ব্রিজটি পুনরায় নির্মাণের জন্য।
সহিদুর রহমান খান বলেন, এই ব্রিজটি নিমান হয়েছিল প্রায় ৪০ বছর ধরে। মাঝখানে এই পুরাতন ব্রিজ রং করে নতুন ব্রিজ বানিয়েছিল এলাকাবাসী। বতমানে ব্রিজে বড় বড় চারটি গত হয়েছে। রাতের আধারে অনেক মানুষ দুর্ঘটনার শিকার হয়। কিছু দিন আগেও একটি ট্রাক উল্টে পরে যায়। তাই সরকারের কাছে আমাদের দাবি দ্রুত নতুন একটি ব্রিজ নির্মান করে মানুষের দুর্ঘটনার হাত থেকে রেহাই দিবেন।