ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার:
অভয়শ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার(১৮ আগস্ট) সকালে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যালি ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক বিভিন্ন জলাশয়ে দেশি মাছের পোনা অবমুক্ত করে সপ্তাহের কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা দেশি মাছ সংরক্ষণ, অভয়াশ্রম গড়ে তোলা ও চাষাবাদ বাড়ানোর ওপর গুরত্ব আরোপ করেন। আলোচনা শেষে জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক শরীফা হক।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্য চাষী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন