রবিবার, অক্টোবর ১২, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিল দেলদুয়ার উপজেলা বিএনপি

টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিল দেলদুয়ার উপজেলা বিএনপি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে দেলদুয়ার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হামিদুল হক মোহন নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এ সময় দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতারা মোহনের প্রতি একযোগে সমর্থন জানান।

বক্তারা বলেন, দীর্ঘ সাড়ে পাঁচ দশকে দেলদুয়ার ও নাগরপুর উপজেলায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এলাকার অবহেলিত জনপদের সার্বিক উন্নয়নে হামিদুল হক মোহনই সবচেয়ে যোগ্য প্রার্থী। তিনি স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও পরিবেশসহ সব খাতে কাজ করে এ অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করতে সক্ষম হবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ চানখা, সাধারণ সম্পাদক এস. এম. ফেরদৌস আহমেদ, সহ-সভাপতি আব্দুল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক রবিন নির্ভর, উপজেলা যুবদলের আহ্বায়ক অপু তালুকদার শিপলু, উপজেলা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহেলসহ ইউনিয়ন ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ